Monday, February 11, 2013
Cগতকাল বিকেল ৩টায় শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলতের নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের শাহরাস্তি উপজেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমে (বালিকা) ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় খেলায় (বালক) ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায় দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি মিরসরাই সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রদের প্রতি দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিলে তাদের মেধা বিকাশে সহায়ক হবে। ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আয়াতুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ উল্ল্যা চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হুমায়ন কবির মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌর আঃলীগ আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ন কবির, শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন চৌধুরী, সভা পরিচালনা করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহবায়ক শাহ এনামুল হক কমল প্রমুখ। প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment